স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে নওশাদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দোয়াখানী মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত নওশাদ মিয়া দোয়াখানী মহল্লার কিম্মত আলীর ছেলে। বানিয়াচং থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দোয়াখানী মহল্লার কিম্মত আলীর ছেলে নওশাদের সঙ্গে তার ছোট ভাই জুহেদ মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে দুই ভাইয়ের কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই জুহেদ মিয়া উত্তেজিত হয়ে নওশাদকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
ওসি মো. আমিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ঘাতক পালিয়ে গেছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।