,

বাহুবলে দোকান বাকীর পাওনা টাকা নিয়ে সংঘর্ষ :: বৃদ্ধ নিহত

মোঃ রাজু সরকার, বাহুবল : বাহুবল উপজেলার রাজাপুর গ্রামে দোকান বাকীর পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আমির হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০-১৫ জন।
গতকাল সোমবার রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আমির হোসেন উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত নুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের জলিল মিয়ার সাথে একই গ্রামের মতি মিয়ার দোকান বাকীর পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দু-পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ১০-১৫ জন আহত হন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে কর্তব্যরত চিকিৎসক সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন মৃত্যু বরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান।


     এই বিভাগের আরো খবর