March 23, 2025, 3:04 pm

চুনারুঘাট রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪৭তম বর্ষপূর্তি পালিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪৭তম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার প্রাক্তন ১ হাজার শিক্ষার্থী ও অতিথিদের কলকাকলীতে মুখরিত হয়ে (২য় পৃষ্ঠায় দেখুন) উঠে স্কুল ক্যাম্পাস। কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয়সঙ্গীত, বর্ণাঢ্য র‌্যালী, ব্যাচভিত্তিক স্মৃতিচারণ, দুপুরের খাবার, ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন, সন্ধায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশ বরন্য শিল্পী কিশোর পলাশ ও তার দল, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। দেশ-বিদেশে অবস্থানরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকালে স্কুলের বর্তমান প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে স্থানীয় বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে স্মরনিকার মোড়ক “আলোড়ন” উন্মোচন করেন আলোচনা সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। এ সময় প্রাক্তন ছাত্র ও আহমদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসান চৌধুরী সঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের, নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবীর, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল আউয়াল বিএসসি, প্রাক্তন শিক্ষক সুভাষ চন্দ্র দেব, প্রাক্তন শিক্ষক সুকেশ চন্দ্র দেব, পাবলিক প্রসিকিউটর এডভোকেট আকবর হোসেন জিতু, লন্ডন প্রবাসী মামুন চৌধুরী, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফারুক আহমদ, গাজীপুর ই্উপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, মেজর ইমরুল, ডা: আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, নাছির উদ্দিন, এডভোকেট নুরুল ইসলাম। এদিকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী, পিন্টু দেব, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, শাহীন চৌধুরী, মতিউর মাষ্টার, জালাল মাষ্টার, মাসুক মাষ্টার, দুলাল মেম্বার, ইসমাইল হোসেন, কামরুল হাসান শামীম, কবি মুহিবুর রহমান প্রমূখ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এটিএন বাংলার সিলেট প্রতিনিধি ইকবাল মুন্সি। উল্লেখ্য ১৮৮৭ সালে খোয়াই নদীর পূর্বপাড়ে রাকি গ্রামে এমি স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে স্কুলটি বর্তমান স্থানে স্থানান্তরিত হয়। ১৯৬৭ সালে দেশ বরেণ্য প্রকৌশলী ড. আব্দুর রশিদ এর প্রচেষ্টায় বিদ্যালয়টি ৩তলা ভবন নির্মিত হয়। পর্যায়ক্রমে স্কুলটি উচ্চ বিদ্যালয়ে পরিণত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.