,

হবিগঞ্জে সুতাং জাগরণী সংসদের শীত বস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুতাং জাগরণীর সংসদ শীত বস্ত্র বিতরণ করে। গকাল ২৬ডিসেম্বর বিকাল ৪টায় স্থানীয় সুতাং বাজার প্রাঙ্গণে সুতাং জাগরণী সংসদের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউকের সভাপতিত্বে মোঃ হেলাল উদ্দিন আফরোজের পরিচালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন সুতাং জাগরণীর সংসদের প্রধান উপদেষ্ট সৈয়দ গাজীউর রহমান, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল কদ্দুছ তালুদার সেবন, মোঃ সারাজ মিয়া, মুখলিছুর রহমান মুখলিছ, ইসহাক আলী সেবন, গিয়াস উদ্দিন মুখলিছ, সৈয়দ এনামুল হক শাহান, আবুবকর মেম্বার, সৈয়দ শাহান শাহ পীর, মোঃ রিপন মিয়া, মোল্লা মোঃ শিবলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল্লাহ পারভেছ, সজল আহম্মেদ সিপন, মোশারফ হোসেন চৌধুরী রফু, মোল্লা মোঃ আরমান উদ্দিন আপেল, মোঃ সেবন খাঁ, মোঃ খোকন তালুকদার, মোল্লা মোঃ মহিউদ্দিন সোহাগ, প্রচার সম্পাদক শফিউদ্দিন তুষার, মোঃ মোবারক হোসেন, মোঃ ফয়সল খাঁ, ময়না মিয়া তালুকদার, মোঃ কামরুল আহম্মেদ, জনি তালুকদার, সৈয়দ আমিনুল মমিন, মোঃ সুজন আহমেদ, মোঃ শামীম আহমেদ, সৈয়দ বকুল, মোঃ আজিজুল ইসলাম সালাম প্রমূখ। উক্ত সভায় বৃহত্তর সুতাং অঞ্চলের গরীব ও দুস্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.