,

মোস্তাকের মুক্তির দাবিতে ফুসে উঠেছে বানিয়াচংবাসী

স্টাফ রির্পোটার ॥ সমাজ সেবক মোস্তাক আহমেদ খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতাহার ও মুক্তির দাবিতে ফুসে উঠেছে বানিয়াচংবাসী। তারা প্রতিদিন বিভিন্ন বিক্ষোভ ও কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকালে বিক্ষুদ্ধ জনতা স্থানীয় আদর্শ বাজার থেকে হাজার হাজার নারী পুরুষ মোস্তাকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সহকারে বিভিন্নস্থান প্রদক্ষিণ করে আদর্শ বাজারে এক পথসভায় মিলিত হয়। আইয়ূব আলী সরদারের সভাপতিত্বে ও মেম্বার মিলন খানের পরিচালনায় বক্তব্য রাখেন- ইদ্রিস উল্লা, আব্দুল মন্নান, সরাফত আলী, মুকিদ মিয়া, তকলিছ মিয়া, আব্দুল হাকিম, জয়নাল মিয়া, ফয়জুল মিয়া, কামাল মিয়া, আব্দুর রহিম, আব্দুল কদ্দুস, আলী আহমেদ সরদার, হান্নান মিয়া, আনোয়ার হোসেন, আনহার মিয়া, জামিল হোসেন সেলিম, জুয়েল, মোজাম্মেল, লুৎফুর রহমান, মোবারক, মোশাহিদ, সুমন মিয়া, তানহা মিয়া, আশিক, হাবিব হোসেন, মিজান মিয়া, মোশারফ, আরজান, হামিদ, মোস্তফা, শাহাজাহান, মঞ্জুর আলী, শাহেদ মিয়া, শফিকুল, নূর আলম, তোফাজ্জ্বল, মোবাশ্বির, বকুল, রমজান, নুরুজ্জামান, আকতাবুর, রফিক, লাল হোসেন, শাফিজুর, বশির আহমে, আখলূ মিয়া, শাহিন, ফুল মিয়া, আরজু মিয়া, শুকুর, ইসহাক মিয়া, ইসলাম উদ্দিন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। বক্তারা রাজাকার জলিল বাদী মামলাসহ মোস্তাকের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও মুক্তির দাবি জানায়। অবিলম্বে তারা কঠিন কর্মসূচীর হুশিয়ারী দেয়। উল্লেখ্য, ১ ডিসেম্বর জনাকীর্ণ আদালতে হয় দীর্ঘ শুনানী। রিমান্ডে আবেদন না-মঞ্জুরক্রমে জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। কিন্তু একই দিনে কারা-ফটকে ফের গ্রেফতার হন ডিবি পুলিশের হাতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.