March 18, 2025, 10:36 pm

ময়নাবাদে মাদ্রাসা ও একাডেমি উদ্ভোধন ॥

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেছেন, শুধু টাকা থাকলেই মানুষ সুখী হয় না। মানুষের মাঝে চিত্ত ও বৃত্তের সমন্বয় দরকার। তাহলেই একটি মানুয় পরিপূর্ণ হয়। মফিজ উদ্দিন ছিলেন (২য় পৃষ্ঠায় বিস্তারিত) একজন গুণী মানুষ। সে জন্য মৃত্যুর পরও প্রতিষ্ঠানের মাধ্যমে ফিরে এসেছেন। বৃটেনের সর্বোচ্ছ পুরস্কার কুইন অ্যাওয়ার্ড প্রাপ্ত দ্বিতীয় বাংলাদেশী মামুন চৌধুরী মফিজ উদ্দিনের নাতি। মামুনের রিবল এ সম্মানে দেশবাসী সম্মানিত হয়েছে। সৃষ্টিশীল মামুনকে সকলের সহযোগীতা করা দরকার। গত শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামে মফিজ উদ্দিন আলীয়া মাদ্ারাসা ও জাহানারা চৌধুরী একাডেমি শুভ উদ্ভোধন উপলক্ষে তিনি এ কথাগুলো বলেন। মফিজ উদ্দিন চৌধুরী আলীয়া মাদ্রাসা ও জাহানারা চৌধুরী একাডেমির প্রতিষ্ঠাতা মামুন চৌধুরী সভাপতিত্বে ও যুগ্ম সচিব আবু তাহের মোঃ জাবের এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, আর্ন্তজাতিক অপরাধ টাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার, আহমদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, সাংবাদিক নরুল আমিন, মহুরী আব্দুল হেকিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিষ্টাতা মামুন চৌধুরী স্বাগত বক্তব্যে বলেন মফিজ উদ্দিন আলীয়া মাদ্রাসা ও জাহানারা চৌধুরী একাডেমির প্রতিষ্ঠানটি আমার চ্যালেঞ্জ। একটি ছেলে কিংবা মেয়ে মাদ্রাসা পড়ে মক্তব, মসজিদে চাকরী করা ছাড়া ও সে আত্ম নির্ভরশীল হয়ে গড়ে উঠবে। ওই প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা ছাড়াও আত্মনির্ভরশীলের জন্য কম্পিউটার ও কারিগরি শিক্ষা দেয়া হবে। মেধাবীদের যতোপযুক্ত উন্নত শিক্ষার জন্য ব্যবস্থা করা হবে। গরীব ছাত্র-ছাত্রীদের থাকা সু-ব্যবস্থা থাকবে। আত্মনির্ভরশীল একটি অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠা করা হবে। সেখানে ইংল্যান্ড থেকে স্টুডেন্ট নিয়ে আসা হবে। বিদেশী ছাত্ররা ২/৩ মাস অবস্থান করে তাদের উচ্চ শিক্ষার বিষয়ে পাঠদান করবেন। প্রধান অতিথি জেলা প্রশাসক জয়নাল আবেদীন আরও বলেন, আমি নিজেও একটি এতিমখানা প্রতিষ্ঠা করেছি। সেখানে অসহায় গরীব মানুষের জন্য থাকার ব্যবস্থা রয়েছে। যাতে কেউ অনাহারে অর্ধহারে দিনাদিপাত না করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.