,

লস্করপুরে চা শ্রমিকদের মধ্যে বাসদ ও শিশু কিশোর মেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ॥

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) ও শিশু কিশোর মেলা হবিগঞ্জ জেলার উদ্যোগে আজ দুপুর ১২ টায় চুনারুঘাট লস্করপুর চা বাগানে শতাধিক শিশু, বৃদ্ধ, যুবক, নারী পুরুষ শ্রমিকদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলাম, লস্করপুর পঞ্চায়েত কমিটির অর্থ সম্পাদক (৩য় পৃষ্ঠায় দেখুন) অজয় বাউড়ী, বাগান সরদার শচীন প্রধান, পঞ্চায়েত সদস্য সুকাস্থ, সাধন কালিন্দি, সবুজ কালিন্দি, ভজন ভৌমিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বৃন্দাবন কলেজ শাখার সাধারন সম্পাদক এনামুল হক, শিশু কিশোর মেলা জেলার সংগঠক অর্নব চৌধুরী মিথুন, প্রত্যয় রায় সরকার প্রিয় প্রমুখ। শীত বস্ত্র বিতরন কালে সমাবেশে বক্তাগণ বলেন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মত মৌলিক অধিকার গুলো রাষ্ট্রীয় ভাবে সকল জনগনকে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের সরকার এসব মৌলিক অধিকার থেকে জনগণ কে বঞ্চিত করছে। শীতের তীব্র আক্রমনে শীতবস্ত্রহীন মানুষরা কষ্ট পাচ্ছে। চা শ্রমিকদের দৌনিক মজুরী মাত্র ৭৯ টাকা। এ টাকায় তাদের পরিবারের নুন্যতম চাহিদাও পুরণ করতে পারে না। তাই রাষ্ট্রীয় ভাবে মৌলিক চাহিদা পূরণ ও চা শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা নুন্যতম মুজুরী নির্ধারনের দাবী জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.