March 23, 2025, 3:38 am

ইনাতগঞ্জ ভাই ব্রাদার্স নয়া বাড়ি ফাউন্ডেশনের ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত ॥

আশাহিদ আলী আশা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ভাই ব্রাদার্স নয়া বাড়ি ফাউন্ডেশন ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। ফাইনাল শেষে পুুরস্কার বিতরন অতিথিবৃন্দ। পুুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, এডভোকেট নজরুল ইসলাম, ইনাতগঞ্জ ওয়েলফেয়ার এডুকেশন ট্রাষ্ট ইউকের সভাপতি ফিরোজ উদ্দিন, পৌর বিএনপির সাধারন সম্পাদক নাজমুল ইসলাম। উপস্থিত ছিলেন সাবেক আওয়ামীলীগ সভাপতি আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জেহাদী, সাবেক মেম্বার তোফাজ্জুল হোসেন, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি শকদিল হোসেন, মিজবাহ উদ্দিন আঙ্গুর, ছাত্রদল নেতা মোশাইদ আলম মুরাদ, মহশীন চৌধুরী, সাংবাদিক জালাল উদ্দিন প্রমূখ। খেলা শেষে চ্যাম্পিয়ান দল ওসমাণীনগর থানার বুরুঙ্গার অভিযান জুটির হাতে প্রথম পুরুস্কার একটি ফ্রিজ তুলে দেন ভাই ব্রাদার্স নয়া বাড়ি ফাউন্ডেশনের সদস্য শ্যামল হোসেন। রানার্সআপ ইনাতগঞ্জের বাউরকাপনের এমডি জুটির হাতে দ্বিতীয় পুরুস্কার একটি ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন তুলে দেন ভাই ব্রাদার্স নয়া বাড়ি ফাউন্ডেশনের সদস্য লন্ডন প্রবাসী কয়েস উদ্দিন। তৃতীয় পুরস্কার একটি ১৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন তুলে দেন ভাই ব্রাদার্স নয়া বাড়ি ফাউন্ডেশনের সদস্য লন্ডন প্রবাসী রাজা মিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.