রাকিল হোসেন/শেখ আবুল হোসেন ॥ এক বছরে সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ও ভাবনা বিষয়ে গতকাল সোমবার সকাল ১১ টায় নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে জেলা তথ্য অফিস। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ মনির হোসেন। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে অনুষ্টিত প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ। জেলা তথ্য অফিসার কর্তৃক দেয়া লিখিত বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের বিষদ বিবরণ তুলে ধরেন। এবং সংবাদ কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। প্রেস ব্রিফিং এ উপস্থি ছিলেন নবীগঞ্জ প্রেক্লাবের সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু সাবেক সাধারণ সম্পাদক এমএ আহমদ আজাদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার ও সাবেক সাধারণ সম্পাদক এম.এ বাছিত, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক এবং প্রেসক্লাবের অর্থ সম্পাদক সেলিম তালুকদার, সহ সভাপতি আশাহিদ আলী আশা, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিল হোসেন, মোঃ সরওয়ার শিকদার, সলিল বরণ দাশ, সুবিনয় রায় বাপ্পি, এনটিভি প্রতিনিধি তছনু আহমদ চৌধুরী, আলমগীর মিয়া, বুলবুল আহমদ ও শেখ আবুল হোসেন প্রমূখ। লিখিত বক্তব্যে তথ্য অফিসার বলেন, দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী সরকার একটি সূখী, সমৃদ্ধ এবং মুক্তিযোদ্ধের চেতনায় উজ্জীবিত ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গেল এক বছরে অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন, টেলিযোগাযোগ, অবকাঠামো নির্মান ইত্যাদি খাতে গুরুত্বারোপ করে গ্রহন করা হয়েছে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ। যার জন্য বাংলাদেশ পরিনত হতে যাচ্ছে একটি মধ্যম আয়ের দেশে। অন্যদিকে তথ্য প্রযুক্তির সর্বত্র ব্যবহার ও এর উপকারিতার জন্য দেশ বলা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। তিনি আরো বলেন, দেশের মানুষের বর্তমান মাথা পিছু আয় ১ হাজার মার্কিন ডলার। প্রবৃদ্ধিও বর্তমান হার ৬.২ শতাংশ। এ হার অব্যাহত থাকলে ২০১৬ সালের মধ্যে মাথাপিছু আয় দাড়াবে ১ হাজার ২৩৫ মার্কিন ডলার। তথ্য প্রযুক্তির বিষয়ে বলেন, সমাজের নানা শ্রেণী-পেশার মানুষের দোরগোড়ায় দ্রুত, স্বল্পমূল্যে, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌছে দেবার জন্য একসেস টু ইনফরমেশন অবকাঠামো প্রোগ্রাম বাস্তবায়িত হচ্ছে। ফলে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও মন্ত্রণালয়সহ সর্বত্র সমন্বিত ই-সেবা কার্যক্রম চলছে। বিদ্যুত প্রসঙ্গে বলেন, দেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে সরকারের পরিকল্পনা গ্রহনের কথা তুলে ধরেন। এতে বলা হয়েছে ২০১৬ সালের মধ্যে ১৬ হাজার মেগাওয়াট এবং ২০২১ সালের মধ্যে ২১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিধার্রণ করেছে সরকার। এছাড়াও সরকারের নানামূখী উন্নয়নের কর্মকান্ডের বিষয়ে স্থান পেয়েছে ওই লিখিত বক্তব্যে। অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান, সরকারের ভিশন ২০২১ লক্ষ্য অর্জনে যুগোপোযোগী পদক্ষেপ গ্রহনের গুরুত্বারোপ করে বলেন, সরকারের ব্যাপক উন্নয়নের পাশাপাশি তথ্য প্রযুক্তিতে দেশ অনেক ধাপ এগিয়ে গেছে বিশ্বের দরবারে। ওয়েবপোল্টারের মাধ্যমে মানুষকে নানামূখী সেবা দেয়া নিশ্চিত করা হয়েছে। একটি বাড়ি, একটি খামার প্রকল্পের মাধ্যমে অনেক দারিদ্র পরিবার স্বাবলম্বি হয়েছে। এ ধারাকে ধরে রাখতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।
Leave a Reply