,

আজ প্রকাশ হচ্ছে জেএসসি ও পিএসসির পরীক্ষার ফলাফল

স্টাফ রিপোর্টার ॥ আজ মঙ্গলবার প্রকাশিত হবে অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার ফলাফল। (২য় পৃষ্ঠায় দেখুন) শিক্ষা মন্ত্রণালয় জানায়, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে জেএসসি-জেডিসির ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, আজ বেলা সাড়ে ১২টায় মন্ত্রী মোস্তাফিজুর রহমান সচিবালয়ে সংবাদ সম্মেলনে পিএসসি পরীক্ষার ফল প্রকাশ করবেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুই মন্ত্রী পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেবেন বলে উভয় মন্ত্রণালয় জানায়। দুটি পরীক্ষায় এবার ৫১ লাখ ৮৪ হাজার ৯৫৭ শিক্ষার্থী অংশ নিয়েছে। জেএসসি-জেডিসি পরীক্ষায় এবার ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ এবং জেডিসিতে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন। আর প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন ও ইবতেদায়িতে ৩ লাখ ১১ হাজার ২৬৫ জনসহ মোট ৩০ লাখ ৯৯ হাজার ৮০৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। হরতালের কারণে এ বছর ২ নভেম্বরের (পূর্ব নির্ধারিত) পরিবর্তে জেএসসি-জেডিসি পরীক্ষা ৭ নভেম্বর শুরু হয়। পরীক্ষা শেষ হয় ২০ নভেম্বর। পিএসসি পরীক্ষা গত ২৩ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর। জেএসডি-জেডিসির ফল জানতে : শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইল/ওয়েবমেইল) এবং এসএমএসের মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হবে। কেন্দ্র সচিবদের কাছ থেকে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধানরা ফল সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার ফল নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করার পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইলে এসএমএস, শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটের (িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ) এবং সংশ্লিষ্ট বোডের্র ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। মোবাইল এসএমএসের মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ঔঝঈ/ঔউঈ লিখে একটি স্পেস দিয়ে নিজ বোডের্র নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পাসের বছর (২০১৪) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। প্রাথমিক সমাপনীর ফল জানতে : প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল িি.িফঢ়ব.মড়া.নফ ও যঃঃঢ়://ফঢ়ব.ঃবষবঃধষশ.পড়স.নফ এবং এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা যাবে। প্রাথমিক সমাপনীর জন্য যে কোনো মোবাইল ফোন থেকে উচঊ লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। ইবতেদায়ির ফল পেতে ঊইঞ লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ফল জানানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.