March 23, 2025, 4:53 am

চুনারুঘাটে মদ্যপ ব্যক্তির হামলায় ২ সহোদর আহত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে কয়েকজন বখাটে ও মদ্যপ ব্যক্তির হামলায় দুই সহোদর গুরুতর আহত গতকাল রবিবার দুপুর ১টার দিকে চেগানগর গ্রামে এ ঘটনাটি ঘটে। তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে আশংখা জনক অবস্থায় (২য় পৃষ্ঠায় দেখুন) চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা জানায়, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার গোবরখলা গ্রামের মৃত আহাদ আলী পীরের ছেলে কামাল মিয়া (৪০), লিয়াকত আলী (৪৫), দুলাল মিয়া (৩০) ও তার ছেলে রকিব (১৮) মদ্যপ অবস্থায় আখ ক্ষেতে কর্মরত আঃ রশীদের ছেলে দিনমজুর কাওছার (২৫) ও ফয়সল (১৮) এর উপর ধারালো দেশীয় অস্ত্র স্বস্ত্র দিয়ে হামলা চালায়। উক্ত হামলায় কাওছারের দুই পায়ে কোপিয়ে রক্তাক্ত জখম করে ও ফয়সলের মাথায় দায়ের কোপে রক্তাক্ত জখম হয়। আহত অবস্থায় দুই সহোদরকে ভাই কে উদ্ধার করে স্থানীয় লোকজন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উল্লেখ্য, হামলাকারীদের বিরুদ্ধে মাদক ব্যবহার ও বিক্রি, চুরি-ডাকাতি সহ অসংখ্য মামলা বিচারাধীন রয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.