March 23, 2025, 2:42 pm

নবীগঞ্জে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ ॥ কিশোরী নিহত ॥ আহত ৩ বাড়ি ফেরা হল না কিশোরী পারভীনের

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গামেন্টস কর্মী বোনের সাথে ঢাকা থেকে দেখা করে বাড়ি ফেরা হলনা নবীগঞ্জের পারভীন নামের ১৫বছর বয়সী কিশোরীর। মর্মান্তিক সড়ক দূঘর্টনায় গতকাল শনিবার ভোরে কেড়ে নিল তার প্রাণ। নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের শৈলা রামপুর গ্রামের দিন মজুর লিল মিয়ার কন্যা কিশোরী পারভীন বেগম গত পহেলা জানুয়ারী রাজধানী ঢাকায় তার বোন গামেন্টস কর্মী তাছলিমা বেগমের বাসায় বেড়াতে যায়। ২দিন বেড়ানো শেষে গতকাল ভোর বেলায় তার দুলাভাই ওয়াহীদ মিয়ার সাথে বাড়ি ফেরার পথিমধ্যে আউশকান্দি নবীগঞ্জ সড়কের বাংলাবাজারস্থ সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে সিএনজি অট্রোরিক্সা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কিশোরী পারভিনের মৃত্যু হয়। এ সয়ম সিএনজির চালক সহ আহত হয় আরো ৩জন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্বার করে। অপর আহতরা হলো সিএনজি চালক একই উপজেলার বাংলা বাজারের বাসিন্দা সিনবাদ আহমদ (২২) ব্যক্তি সহ আরো ২জন। সূত্রে জানা যায়, গতকাল ভোর বেলা অনুমান ৬টার দিকে আউশকান্দি কিবরিয়া চত্ত্বর হতে সিএনজি অটোরিক্সা (হবিগঞ্জ-ত:১১-৬৩৪) যোগে নবীগঞ্জ যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিপরিত দিক থেকে আসা অজ্ঞাত ট্রলির সাথে মূখোমূখি সংঘর্ষ বাধলে হতাহতের ঘটনা ঘটে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.