March 23, 2025, 4:59 am

হবিগঞ্জে প্রেমের টানে হিন্দু ছেলে মুসলমান হয়ে শিক্ষিকাকে বিয়ে ॥

জুয়েল চৌধুরী ॥ প্রেমের টানে হবিগঞ্জ শহরের হিন্দু ছেলে মুসলমান হয়ে বিয়ে করল এক শিক্ষিকাকে। গতকাল শনিবার রাত ৮টায় শহরের ঘোষপাড়া এলাকায় এ ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, বানিয়াচং সদরের যাত্রাপাশা গ্রামের শোয়েব আহমেদের (২য় পৃষ্ঠায় দেখুন) কন্যা ও শহরের একটি কিন্ডারগার্টের স্কুলের শিক্ষিকা সাবিনা আকঞ্জী (২০) এর সাথে লাখাই উপজেলার করাব গ্রামের মৃত নারায়ন দেবের পুত্র এনজিও কর্মকর্তা রাজন দেব (বর্তমানে ওমর ফারুক) (২৫) প্রেমের সম্পর্ক চলে আসছিল। সাবিনা ঘোষপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে চাকুরী করছেন। এই সুবাধে ফারুকও প্রায়ই সাবিনার বাসায় আসা যাওয়া করে। গতকাল সন্ধার পর সাবিনার বাসায় অন্তরঙ্গ মুহুর্তে স্থানীয় জনতা তাদের আটক করে। পরে ১৫ লাখ টাকা দেন মোহরের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন করেন কাজী ওয়াদুদ আহমেদ। পরে স্থানীয় লোকজন তাদের মুক্তি দেন। এ ঘটনায় রসালো আলোচনা শুরু হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.