হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা বাইপাস বাগান বাড়ি থেকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে গুঞ্জন। গতকাল শনিবার সকালে একদল পাখি শিকারী ওই বাগানে পাখি শিকারে গিয়ে একটি বেলজিয়াম গাছে একটি ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই যুবককে কেউ হত্যা করে তার দেহ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। ওই বাগান বাড়িতে জনৈক আব্দুল হাই ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এ বিষয়ে জানতে চাইলে, পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না।
Leave a Reply