,

মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অসহায় পরিবারের উপর হামলা আহত ৭ ॥ আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে সিলেট প্রেরণ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি অসহায় পরিবারের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে স্কুল ছাত্রীসহ একই পরিবারের ৭জন আহত হয়েছে। হাত-পা ভাঙ্গা আশংকাজনক অবস্থায় স্কুলছাত্রী বিলকিছ আক্তারকে (১৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে, আহত অন্যান্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুুপুরে মাধবপুর উপজেলার গ্যাসফিল্ড সংলগ্ন শিবপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের ফিরোজ মিয়ার সাথে একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলেদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এনিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা চলে আসছিল। সম্প্রতি ফিরোজ মিয়ার দায়ের করা মামলায় হাজতবাস করে জামিনে ছাড়া পেয়েছে মৃত আব্দুল হামিদের ছেলে জিতু মিয়াসহ অন্যান্যরা। এদিকে গতকাল শুক্রবার দুপুরে নালিশীয় ভূমিতে ফিরোজ মিয়া তার পরিবারের লোকজনদের নিয়ে চারা রোপন করছিলেন। খবর পেয়ে জিতু মিয়াসহ ১০/১২জন মিলে ক্ষুদ্ধ হয়ে তাদের উপর অতর্কিতে হামলা চালায়। এসময় ফিরোজ মিয়ার পরিবারের অন্যান্যরা এগিয়ে আসলে তারাও হামলার শিকার হয়। হামলায় ফিরোজ মিয়ার কন্যা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী বিলকিছ আক্তারের বাম হাত ও বাম পা ভেঙ্গে যায়। অন্যান্য আহতরা হলো ফিরোজ মিয়া (৬৫), আঙ্গুরা খাতুন (৫৫), আবুল কালাম (৩৫), মাসকুরা (২০), আবু লেইছ (২৬) ও মিনারা খাতুন (২৭)। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। পরে আশংঙ্কাজনক অবস্থায় স্কুলছাত্রী বিলকিছকে সিলেটে রেফার্ড করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.