,

লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

সজলু, হবিগঞ্জ থেকে ॥ লাখাই উপজেলা পশ্চিম বুল্লা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছে। বিষয়টি জানতে সরেজমিনে ঐ এলাকায় গেলে স্থানীয়রা জানান, লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের মৃত সাধু মিয়ার পুত্র কদু মিয়া (৬৮) এর সাথে একই এলাকার সিরাজ আলীর পুত্র ফিরুজ আলী, বেনু মিয়া ও রেনু মিয়ার সাথে দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত শুক্রবার সকালে ফিরুজ আলী, রেনু মিয়া ও বেনু মিয়া সহ একদল লোক কদু মিয়ার জমির আইল জোরপূর্বক কাঁটার চেষ্টা করে। এ সময় কদু মিয়া বাঁধা দিলে তাদের মধ্যে বাক-বিতন্ডের ঘটনা ঘটে। পরে বিষয়টি সামাজিকভাবে মিমাংসার জন্য স্থানীয় মুরুব্বীয়ানরা উদ্যোগ নেন। এরই জের ঐ দিন কদু মিয়া জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে উল্লেখিতরা তার উপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বামৈ, পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। গত মঙ্গলবার তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। পরে তার স্বজনরা ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার রাত ৮টায় মৃত্যুবরণ করে। গতকাল বুধবার হবিগঞ্জ সদর থানার এস.আই ইন্দ্রনীল ভট্টাচার্য্যরে নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্ততি চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.