,

স্কুল থেকে বাড়ি ফেরা হল না জয়ের মাধবপুরে ট্রাক চাপায় স্কুল ছাত্রের অকাল মৃত্যু

মাধবপুুর প্রতিনিধি ॥ মাধবপুরে গতকাল মঙ্গলবার দুপুরে ১২টার দিকে সেমকো সিএনজি ষ্টেশনের সামনে ট্রাক চাপায় উপজেলার নাথপাড়ার সুরঞ্জন দেবনাথের ছেলে স্কুল ছাত্র জয় দেবনাথ নিহত হয়েছে। জানা যায়, জয় তার মায়ের সাথে স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় সেমকো সিএনজি ষ্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৯৬৬২) গাড়িটি তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই জয় দেবনাথ (৭) মারা যায়। জয় দেবের মা সবিতা দেবনাথ আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘাতক ট্রাকের চালককে জনতা থানা পুলিশে সোপর্দ করে। পরে মহাসড়ক আধাঘন্টা অবরোধ থাকে। মাধবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিন আল রনি জানায়, দীর্ঘদিন ধরে দাবি ওই স্থানে ¯িপ্রড ব্রেকার দেওয়ার জন্য। প্রায় সময়ই ওই স্থানে রাস্তা পারাপারের সময় অভিভাবকদের দুশ্চিন্তায় ভোগতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেখ উম্মে কুলসুম জানায়, প্রতিদিনের মতো জয় তার মা’র সাথে স্কুলে আসত। আজ রাস্তা পারাপারের সময় ঘাতক ট্রাকটি তার প্রাণ কেড়ে নিল। চলে গেল না ফেরার দেশে। পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলার খরব পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.