,

নবীগঞ্জের মুক্তাহারে দেশীয় মদের জমজমাট ব্যবসা ॥

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে দেশী মদের রমরমা ব্যবসার কারনে ঐ গ্রামসহ আশপাশের গ্রামের যুব সমাজ বিপথগামী হয়ে নানন অপকর্মে লিপ্ত হচ্ছে। গ্রামের সচেতন লোকজন বার বার মদ ব্যবসায়ীদেরকে এ কাজ থেকে বিরত থাকার কথা বললেও এতে কোন কাজ হয়নি। জানা যায়, নবীগঞ্জ (২য় পৃষ্ঠায় দেখুন) উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তহার গ্রামের বানী কান্ত দাশ ওরফে ধুলি, কামনা দাশ, বানী রানী দাশ, রেনু বালা দাশ গংরা দীর্ঘদিন যাবত নিজেদের বাড়ীতে দেশীয় মদের রমরমা ব্যবসা করে আসছে। গ্রামবাসী বার বার তাদের এ কাজের প্রতিবাদ করেও কোন সুফল পাওয়া যায়নি। মদ ব্যবসায়ীদের এ কাজ থেকে বিরত থাকতে গ্রামে কয়েকবার গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যারা মদ বিক্রি করবে তাদেরকে উপর ৫ শত টাকা জরিমানা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্ত কে শোনে কার কথা। একটি কুচক্রী মহলের ইন্দনে তাদের এ কাজ চালিয়ে যাচ্ছে তারা বীরদর্পে। হাতের নাগালে মাত্র ৫০ টাকার বিনিময়ে দেশী মদ পেয়ে এলাকার যুব সমাজ দিন দিন নেশাগ্রস্থ হয়ে অন্ধকার জগতে পা বাড়াচ্ছে। তাই গ্রামবাসী দেশীর মদের ব্যবসা বন্ধে নবীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.