,

কীর্তি নারায়ন কলেজে বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

মোঃ জসিম তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলার ভাটি এলাকার ঐতিহ্যবাহি কীর্তি নারায়ন কলেজে গতকাল ২২ জানুয়ারী বৃহস্পতিবার বিতর্ক প্রতিযোগীতার চুরান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। অত্র কলেজের অধ্যক্ষ আকতার হোসেন টিটুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী, ৭ ও ৮নং ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল রউফ, ২নং ইউপি চেয়ারম্যান মেহের আলী মহলদার, ১নং ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, আশীষ ব্রত তালুকদার, অত্র কলেজের প্রভাষক পিয়াস তালুকদার প্রমুখ। বিতর্ক প্রতিযোগীতা শেষে বিজয়ী শংকরী দাশ ও তার দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তবে মেজর সুরঞ্জন দাশ বলেন ভাটি এলাকার অবহেলিত ও পিছিয়েপড়া জনগোষ্ঠির জন্য কীর্তি নারায়ন কলেজকে আমি একটি আদর্শ কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করব। আগামী এইচ.এস.সি পরিক্ষায় সবচেয়ে ভাল ফলাফলকারী শিক্ষার্থীর জন্য তিনি ‘স্বর্গীয় শিশুবালা দত্ত বৃত্তি’ ঘোষনা করেন। বিশেষ অতিথির বক্তবে আলমগীর চৌধুরী বলেন অত্র কলেজের সকল উন্নয়নে আমি সব সময় যথাসাধ্য চেষ্টা করে যাব। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পার্শ্ববর্তী বিবিয়ানা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ভাষন প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.