March 23, 2025, 2:59 pm

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে গণডাকাতি যাত্রীদের মারধোর করে সর্বস্ব লুট ॥ ৪ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-বানিয়াচং সড়কের বড়ভাঙ্গা ও চামারের ভাঙ্গা ব্রীজের মধ্যবর্তী স্থানে সন্ধ্যারাতে যানবাহনে দুর্ধর্ষ গণডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওই স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাওরে লুকিয়ে থাকা মুখোশধারী একদল ডাকাত একটি সিএনজি অটোরিক্সা ও ৩টি মোটর সাইকেল আটকিয়ে চালক ও যাত্রীদের বেধড়ক মারপিট করে। এসময় ডাকাতরা নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র প্রবাসী ফয়জুল হক (৩৭) এর কাছ থেকে ২টি মুল্যবান গ্যালাক্সী মোবাইল ফোনসেটসহ নগদ আড়াই হাজার টাকা, একই গ্রামের হাজী গেদা মিয়ার পুত্র প্রবাসী শহীদুল ইসলামের কাছ থেকে ২টি মোবাইল ফোনসেট ও একটি হাতঘড়ি, একটি স্বর্ণের চেইনসহ নগদ সাড়ে ৬ হাজার টাকা, নবীগঞ্জ পৌর রাজাবাদ গ্রামের আলকাছ মিয়ার পুত্র সিএনজি চালক আঃ বাছিত (২৫) এর কাছ থেকে একটি মোবাইল ফোনসেটসহ নগদ ৩ হাজার টাকা, কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নবীগঞ্জ টেরিটোরি ম্যানেজার রকিবুল ইসলাম (৩৭) এর কাছ থেকে একটি মোবাইল ফোনসেট, জামালপুরের ইসলামপুরের বাসিন্দা জিসকা ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার শামীম মিয়া (৩৪) এর কাছ থেকে একটি মোবাইল ফোনসেট ও ওই উপজেলার বাসিন্দা একটি ঔষধ কোম্পানীর অফিসার মাসুম মিয়া (২০) এর কাছ থেকে একটি মোবাইল ফোনসেট লুট করে নিয়ে যায়। স্থানীয় কাগাপাশা বাজারের সৈয়দ জহিরুল ইসলাম আমাদের এই প্রতিনিধিকে জানান, ডাকাতির স্বীকার নবীগঞ্জে প্রবাসী ফয়জুল হক দৌড়ে কাগাপাশা বাজারে গিয়ে লোকজনকে ডাকাতির খবর জানালে স্থানীয় জনৈক ব্যবসায়ী মোবাইল ফোনে বানিয়াচং থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে বানিয়াচং থানার এসআই ধর্মজিৎ সিনহা, ডিএমএ মজিদ, এএসআই জাকির হোসাইনসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। অপর দিকে কাগাপাশাসহ পার্শ্ববর্তী গ্রাম সমূহের লোকজনও লাঠিসোটা নিয়ে এগিয়ে আসেন। গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ হাওরে ধাওয়া দিয়ে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামের মনছুব উল্লার পুত্র কুখ্যাত ডাকাত খালেদ মিয়া (৩৭), একই গ্রামের সালাম উল্লার পুত্র ছিদ্দিক মিয়া (৩৫), মৃত আরজ মিয়ার পুত্র সাজিদুর মিয়া (৩০) ও মৃত সফর আলীর পুত্র রুবেল মিয়া (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে ডাকাতির শিকার হওয়া ফয়জুল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.