,

সাকিবকে টপকে শীর্ষে ম্যাথিউস

সময় ডেস্ক: ওয়ানডেতে আইসিসি অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারাল সাকিব আল হাসান। সাকিবের জায়গা দখলে নিয়েছেন লংকান অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথিউস। মাত্র দিন দশেক আগেই কোন ম্যাচ না খেলেই অ্যাঞ্জেলা ম্যাথিউসের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নেয় সাকিব। লংকান অধিনায়কের পরতি ফর্মই সাকিবকে নিয়ে যায় টপে। আর ওয়ানডেতে টপে যায়গা করে নেওয়ায় আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব তিন ধরনের ক্রিকেটে এক সাথে অলরাউন্ডারের শীর্ষস্থান দখল নিয়েছিলেন। যা এর আগে কেউ একসাথে তিন ফরম্যাটেই শীর্ষে থাকতে পারেনি। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের বৃষ্টিতে পণ্ড হওয়া তৃতীয় ওয়ানডে ৩ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক। আর এতে শীর্ষস্থান লুফে নেন ম্যাথিউস। দুই ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন তিনে। চার থেকে দুই উঠে এসেছেন শ্রীলঙ্কারই তিলকরতেœ দিলশান। তিনজনের পয়েন্টের ব্যবধান অবশ্য বেশি নয়। ম্যাথিউসের ৪০৭, দিলশানের ৪০৪, সাকিবের ৪০৩। রেঙ্কিং এর শেষ ম্যাচ হিসেবে ধরা হয়েছে অকল্যান্ডের ইডেন পার্কে শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডেটি। তাই নিউজিল্যান্ড সফরের বাকি ৪ ম্যাচে ম্যাথিউস আর দিলশান খারাপ খেললে সাকিব আবার এক নম্বর স্থান ফিরে পেতে পারেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.