,

হবিগঞ্জে শেখ কামাল নিটল টাটা ১ম বিভাগ ফুটবল লীগের ফানাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে পইল যুব সংঘ। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জালাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা এস.এম পুর জনকল্যাণ যুব সংঘকে ৩-১ গোলে পরাজিত করে। জালাল স্টেডিয়ামে গতকাল দুপুর থেকেই আসতে থাকে দর্শক। শিরোপা অর্জনের জন্য উভয় দলেই ছিল বিদেশী খেলোয়াড়েরর ছড়াছড়ি। খেলার ফলাফল নির্ধারনেও ভূমিকা ছিল এই মাঠ যিনি এর আগেও মাতিয়েছিলেন সেই এলিট। ৩ বছর পূর্বে যিনি হবিগঞ্জ জেলা দলের পক্ষে একটি খেলায় ৬টি গোল করেছিলেন। খেলার প্রথমার্ধে অবশ্য বিজিত এস.এম পুর জনকল্যাণ যুব সংঘ ১-০ গোলে এগিয়ে যায়। দলের পক্ষে গোল করেন সুবল। সকলেই যখন ধরে নিয়েছিলেন লীগের শিরোপা উঠবে এস.এম পুর জনকল্যাণ যুব সংঘের হাতে ঠিত শেষ ১৫ মিনিটে বিজয়ী দলের এলিট ২টি ও অধিনায়ক সোহেল ১টি গোল কওে দৃশ্যপট পাল্টে দেন। অবশ্য সোহেলের ১ম গোলটি অফসাইড ছিল বলে সহকারী রেফারীকে লাঞ্চিত করেন দর্শকরা। কিছু সময় খেলা বন্ধ থাকে। তখন স্টেডিয়াম জুড়ে দেখা দেয় উত্তেজনা। আয়োজক ও পুলিশের দতায় সুন্দরভাবেই শেষ হয় খেলা। খেলা শেষে পাইল এর দর্শকরা ৩ গোল ৩ গোল শ্লোগানে মুখরিত করেন মাঠ। অপরদিকে বেদনাহত এস.এম পুর হতাশায় মাঠ ছাড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পইল দল মাঠ ছাড়ে পূর্ব দিকে এবং এস.এম পুর মাঠ ছাড়ে পশ্চিম দিকের গেইট দিয়ে। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত জন ২ গোল করা বিজয়ী দলের বিদেশী খেলোয়াড় এলিট। খেলা পরিচালনা করেন আনোয়ার হোসেন সাজু। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি ও ফিফা রেফারী ফয়জুল ইসলাম আরিফ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শহিদুর রহমান লাল, সালেহ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মরতুজ আলী, জিয়াউল হাসান তরফদার মাহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সাধারন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন, সফিকুজ্জামান হিরাজ, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, মাসুক আবুল কাশেম, ফারুক আহমেদ প্রমুখ। মাসব্যাপি এই লীগে ২৪টি দল অংশ গ্রহণ করে। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির সদ্য উদ্বোধন হওয়া আধুনিক স্টেডিয়ামকে জমজমাট করতে ফুটবল ও ক্রিকেটে গোল্ডকাপ স্পন্সরের ঘোষনা দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.