/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ হবিগঞ্জে দুর্বিত্তদের হামলায় একই পরিবারের ৫ জন আহত

,

হবিগঞ্জে দুর্বিত্তদের হামলায় একই পরিবারের ৫ জন আহত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মহনপুর প্রকাশ রশিদপুরে দুর্বিত্তদের হামলায় একই পরিবারের মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের অজুদ মিয়ার উপর রশিদ মিয়া, ওয়াহিদ মিয়া, লিটন মিয়া, সুহেল মিয়া, রুয়েল মিয়াসহ একদল দুর্বিত্ত হামলা চালায়। এসময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় অজুদ মিয়া, তার ছেলে বিজয় ও তার স্ত্রী আফিয়া খাতুন বোন রহিমা খাতুন ও ভাগ্নি ইনু আক্তার আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বিত্তরা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.