,

মহাপুরুষরা ধ্বংস নয় আমাদের শান্তি প্রতিষ্ঠার পথ দেখিয়েছেন…এড. আবু জাহির এমপি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় দেশের সকল ধর্মের লোকজন স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারছে। সকল ধর্মেই কিছু সাধক এবং মহাপুরুষ ছিলেন যারা আমাদেরকে ধ্বংস থেকে দুরে থেকে আমাদেরকে শান্তি প্রতিষ্ঠার পথ দেখিয়েছেন। আমার যাতে তাদেরকে অনুসরন করি তাহলে সমাজে এমনিতে শান্তি আসবে। স্বামী বিবেকানন্দ আমাদেরকে শান্তির পথ দেখিয়েছিলেন। তিনি নিজের আরাম-আয়েশের চিন্তা না করে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। গতকাল বিকেলে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়চর গ্রামে স্বামী বিবেকানন্দ সেবাশ্রম মাঠে বিবেকানন্দের জন্ম উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। অধ্যাপক নিখিল রঞ্জন ভট্টাচার্য্যর সভাপতিত্বে ও ডাঃ অনুকুল দাস এর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শিবাত্মানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ ছালেক মিয়া। বক্তব্য রাখেন, প্রাণেশ দত্ত, সৈকত চৌধুরী, প্রিয়তোষ দেব, অমল দত্ত, পরিতোষ সমাদ্দার, মোঃ শাহ আলম, প্রসঞ্জিত দেব, সালাউদ্দিন লিটন, বিলাল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে এমপি আবু জাহির আশ্রমে দাতব্য চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার জন্য ২ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.