,

বিদ্যালয়ের উন্নয়নে আমি সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাব

হবিগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল ২৪ জানুয়ারী শনিবার বেলা ২টায় হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল লেইছের সভাপতিত্বে এবং মাওলানা মোঃ আনোয়ার আলীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি। বক্তব্য রাখেন এডভোকেট মোঃ আপিল উদ্দিন, বিদ্যালয় গভর্নিং বডির সদস্য মোঃ রজব আলী। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয় গভর্নিং বডির সাবেক সদস্য আলহাজ্ব মোঃ সফর আলী, মোঃ আব্দুর রফিক, বিটিভির জেলা প্রতিনিধি মোঃ আলমগীর সাদেক, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুছ ছালাম, আলহাজ্ব সুফিয়া আক্তার, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মাহবুব কামাল খান চৌঃ, মোঃ বদরুজ্জামান তালুকদার, সুধির চন্দ্র রায়, মাওলানা মাহবুবুর রহমান, সাবিনা চৌধুরী, সাবিনা ইয়াসমিন, শরীফা বেগম, রওশনারা বেগম, তাহমিনা বেগম, খুদেজা আক্তার, সেলিনা আক্তার, শংকরী বনিক, শিউলি রানী দাশ, সুবর্না নার্গিস, নার্গিস পারভীন, গৌরী রানী দাস, মনি রানী পাল, কানিজ ফাতেমা মোঃ আশিক আলী। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন এ বিদ্যালয়ের উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। তিনি হবিগঞ্জে একটি মেডিক্যাল কলেজ বাস্তবায়নের ঘোষনা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান এবং বলেন যে আমাদের এলাকার সন্তানরা এখন থেকে হবিগঞ্জে অবস্থান করেই মেডিক্যাল কলেজে পড়াশুনা করতে পারবে। এছাড়া তিনি ছাত্র/ছাত্রীদেরে পড়াশুনায় আরো মনযোগি হওয়ার জন্য পরামর্শ দেন। বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখার স্বার্থে প্রয়োজনে শিক্ষকদেরে আরো কঠোর হওয়ার আহবান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.