নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৪ সনের সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সোহেল আহমেদের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান ) অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মুনিম চৌধুরী বলেন, জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে মান সম্মত বাস্তবমূখী শিক্ষা একান্ত প্রয়োজন। মান সম্মত শিক্ষার্জনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ও সচেতনভাবে এগিয়ে আসতে হবে। ছাত্র, শিক্ষক ও অভিভাবক এই তিনের সমন্বয় ঘটলেই কাঙ্খীত ফলাফল অর্জন করা সম্ভব। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা রহমান চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ১০ নং ইউ/পি চেয়ারম্যান এড: মাসুম আহমেদ জাবেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জামসেদুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি দিপ্তেন্দু নারায়ণ রায়, সেক্রেটারী গোলাম রব্বানী, প্রধান শিক্ষক রমজান বখ্ত, সঞ্জয় ভট্টাচার্য্য, সফি, মুস্তাকিম আলী, অমলেন্দু সূত্রধর, সমিরণ কিশোর দাশ, মহিবুর রহমান চৌধুরী নোমান শিক্ষক হেলাল উদ্দিন, মুহিনুর রহমান, অনজিৎ রায়, আছফা চৌধুরী, দিলিপ গোপ, তাপসী দেব, শীলা রানী দাশ প্রমূখ। সভায় কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply