,

হবিগঞ্জ শহরে সার্কাসের হাতি দিয়ে চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলার সার্কাসে আসা হাতি দিয়ে চাঁদাবাজি শুরু হয়েছে। প্রায়ই মাউথ হাতি নিয়ে শহরের বিভিন্ন দোকানে যাতায়াত করে টাকা চাচ্ছে। হাতির আক্রমনের ভয়ে দোকানদারদেরকে ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। টাকা না দিলে দোকানে থাকা মালামাল হাতি কর্তৃক নষ্ট করে দেয়া হচ্ছে। সবচেয়ে আশ্চর্য্যজনক ঘটনা হচ্ছে ওই হাতি ৫ টাকা নিচ্ছে না। এমনও ঘটনা ঘটেছে হাতিকে ৫ টাকা দেয়ার কারণে হাতি দোকানের ভেতরে থাকা ব্যবসায়ীদের তালাবদ্ধ করে রাখছে। এছাড়া শৌড় দিয়ে দোকানে রাখা কলা, ডিম, বিস্কুট ইত্যাদি মালামাল ফেলে দিয়ে নষ্ট করছে। শুধু তাই নয়, হাতির ত্যাগ করা মলে শহরের পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মেলার কমিটিতে থাকা এক সদস্য জানান, সার্কাস দেখানোর জন্য হাতিকে আনা হয়েছে। বাইরে কেন যাবে। গতকাল দুপুরে সরজমিন ওই হাতিকে কোর্ট স্টেশন বাইপাস এলাকায় চাদাঁবাজি করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.