,

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অগ্নিদ্বগ্ধ শিশু কন্যা জেরিন

জুয়েল চৌধুরী ॥ আগুনে পুড়ে যাওয়া শিশু কন্যা নিয়ে বেদের মেয়ে জোসনা এখন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে। বেডে শুয়ে তার এক বছরের একমাত্র কন্যা জেরিন এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। টাকা পয়সা না থাকায় ঠিকমত ঔষধ কিনে দিতে পারছে না। এরকম একটি মর্মান্তিক ঘটনা গতকাল বৃহস্পতিবার দুপুরে মাধবপুর উপজেলার হরিতলা গ্রামে ঘটে। অগ্নিদ্বগ্ধ শিশুর পাশে বসে জোসনা জানায়, তিন বছর পূর্বে ওই গ্রামের নানু মিয়ার সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তার এই কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কিছুদিন পূর্বে তার স্বামী তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করে চলে যায়। সে এই কন্যা সন্তান নিয়ে মানুষের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করে। গতকাল ওই সময় সে তার শিশুকে ঘরে রেখে কাজে চলে যায়। খেলার ছলে পার্শ্ববর্তী ঘরের গরম তেলের কড়াইয়ে পড়ে যায়। এতে সারা শরীরসহ মুখমন্ডল দ্বগ্ধ হয়। হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা পেলেও ঔষধ পাচ্ছে না। সে বিত্তবান মানুষদের নিকট সহযোগিতার আবেদন জানিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.