,

বানিয়াচঙ্গে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে মতবিনিময় সভা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সর্বস্তরের জনগণের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ ফেব্র“য়ারী শুক্রবার বিকাল ৩টায় ছিলাপাঞ্জা মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ৩নং বানিয়াচং সদর দক্ষিণ-পূর্ব ইউ.পি’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ, সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান, সহকারী পুলিশ সুপার (উত্তর) মোঃ সাজেদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ লিয়াকত আলী, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং সদর দক্ষিণ-পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, আমির হোসেন নিয়াশা, সুরুজ উল্লা সর্দার, কাজী মাওঃ আতাউর রহমান, যুবলীগ সভাপতি মোঃ রেখাছ মিয়া, নজরুল ইসলাম, স্মৃতি চ্যাটার্জি কাজল, আরফান উদ্দিন সর্দার, উমর আলী সর্দার, আব্দুল আজিজ সর্দার, আদর আলী সর্দার, আব্দুল মক্তাদির সর্দার, আরজ আলী সর্দার, সুবেদ আলী, ইউ.পি সদস্য সৈয়দ আব্দুল মোনায়েম কেনু, আব্দুস ছালাম, আলীম উদ্দিন প্রমুখ। সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান বলেন, যারা পেট্রল বোমা দিয়ে মানুষ জ্বালায় ও জানমালের ক্ষতি করে তারা কোন রাজনৈতিক দলের নেতা কর্মী হতে পারে আমি বিশ্বাস করিনা। তারা দুর্বৃত্ত, উন্মাদ, দেশ ও জনগনের শত্র“, এলাকাবাসীর সহযোগীতায় এদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এদেরকে সম্মিলিত ভাবে প্রতিহত করার উদ্যোগ সবাইকে নিতে হবে। বানিয়াচঙ্গের ভাবমুর্তি ক্ষুন্ন হয় এরুপ যেকোন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। সুশিক্ষা, সুনাগরিক ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে শীঘ্রই বানিয়াচঙ্গের প্রবেশদ্বার জাতুকর্ণপাড়া ঈদগাহ সংলগ্ন একটি সরকারি টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার ঘোষণা দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.