বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা সমূহ সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ ফেব্র“য়ারী শুক্রবার সকাল ৯টা থেকে ১২ ঘটিকা পর্যন্ত ৬টি পরীক্ষা কেন্দ্রে মোট ১৭শত ১১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২জন। বানিয়াচং এলআর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ জানান বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুসহ তার কেন্দ্রে ৭শত ৩জন পরীক্ষার্থীর মধ্যে ১জন অনুপস্থিত। এ কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান আহমেদ জানান যে কোন সময়ের তুলনায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর ইউনিয়নের কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান ৪শত ৬৬জন পরীক্ষার্থী সুষ্ঠ ভাবে পরীক্ষা দিয়েছে। সুজাতপুর ইউনিয়নের ইকরাম নন্দ পাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সমাজসেবা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন জানান ১শত ৮৪জন পরীক্ষার্থী শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছে। সুজাতপুর হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসার ভিডিপি অফিসার অরুন বরুন দাস জানান ১শত ৬৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সমবায় অফিসার মোঃ আলা উদ্দিন জানান কেন্দ্রে ২শত ৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। বানিয়াচং সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বশির উদ্দিন আহমদ জানান এলআর সরকারী উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলায় ভোকেশনাল কেন্দ্রের ভেন্যুতে ৪৮জন পরীক্ষার্থী শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছে। বানিয়াচং উপজেলার পরীক্ষা কেন্দ্র সমুহের সমন্বয়কারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা জানান ৬টি কেন্দ্রে ১ হাজার ৭ শত ১১ জন পরীক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহন করেছে। বানিয়াচং বিএসডি মহিলা মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ জানান আজ ৭ ফেব্র“য়ারী শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এসএসসি-বাংলা ২য় পত্র, দাখিলে-হাদিস শরীফ ও ভোকেশনালে ইংরেজী ২য় পত্র পরীক্ষা গ্রহন করা হবে। গতকাল পরীক্ষা কেন্দ্র সমুহ বিভিন্ন সময়ে পৃথক পৃথকভাবে পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং সদর দক্ষিণ-পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, ১২সুজাতপুর ইউ.পি চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ, ৫নং দৌলতপুর ইউ.পি চেয়ারম্যান মঞ্জু দাস।
Leave a Reply