,

নবীগঞ্জে শোভা রাণী দাশ নামের এক সরকারী কর্মচারীর বেতনের টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর শোভা রাণী দাশ নামের এক সরকারী কর্মচারীর বেতনের টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। প্রতারণার শিকার ওই মহিলা নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, পৌর এলাকার শিবপাশা আবাসিক এলাকার বাসিন্দা মৃত অভিনাষ দাশের স্ত্রী ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিবার কল্যাণ সহকারী শোভা রাণী দাশ গত ৪ ফেব্র“য়ারী সোনালী বাংক নবীগঞ্জ শাখা থেকে বেতনের ১৫ হাজার টাকা উত্তোলন করেন। তিনি ব্যাংক থেকে বের হওয়ার সাথে সাথে অপরিচিত এক যুবক শোভা রাণীর কাছে যায়। ওই যুবক বিদেশ ফেরত ও তার এক নিকটজনের পরিচিত এবং কিছু টাকা শোভা রাণীকে দিবে বলে তার সাথে হাটতে থাকে। শোভা রাণী ওই টাকা নিবেননা বলে জানান। এক পর্যায়ে শোভা রাণী ওই যুবকের সাথে আলাপ করতে করতে নবীগঞ্জ সরকারী ডাক বাংলোর পাশের ব্রিজের নিকট চলে আসে। কথাচলে ওই যুবক শোভা রানীকে ভাংতি টাকা দিবে বলে শোভা রাণীর ১৫ হাজার টাকা নিজের হাতে নেয়। এরই মধ্যে শোভা রাণী কোন কিছু বুঝে উঠার আগেই ওই যুবক দ্রুত গতিতে শোভা রাণীকে পাশ কাটিয়ে চলে যায়। শোভা রাণী তখন বিষ্ময় দৃষ্টিতে ওই যুবকের চলে যাওয়ার দৃশ্য হতবাক হয়ে দেখতে থাকেন। যুবকটি অদৃশ্য হয়ে যাবার পর শোভা রাণী পাশের লোকজনকে বিষয়টি অবগত করেন। কিন্তু অজ্ঞাত যুবককে আর কেউ খুঁজে পাননি। শোভা রাণী গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ রয়েছে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর একটি প্রতারক চক্র প্রায়শই সরল-সহজ নারী-পুরুষদেরকে প্রতারিত করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.