,

হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে ১৪দলের মানববন্ধন যে নিজ সন্তানকে মায়া করেনা সে কিভাবে জনগনকে মায়া করবে এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ সারা দেশে বিএনপি-জামাত জোট কতৃক নির্বিচারে মানুষ হত্যা, পেট্রল বোমা নিক্ষেপ, গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হবিগঞ্জে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামীলীগ ও ১৪ দল। গতকাল রবিবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এম. সাইফুর রহমান টাউন হলের সামনে অনুষ্ঠিত উক্ত মানব বন্ধনে সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, আরব আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, যুবলীগের সাধারন সম্পাদক বোরহান চৌধুরী, ছাত্রলীগ সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী ও সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম। সভাপতির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, খালেদা জিয়া তার সন্তানের দাফনের সময়ও হরতাল অবরোধ দিয়ে প্রমাণ করেছে সন্তানের প্রতি তার কোন মমত্ব বোধ নেই। যে নেত্রী তার সন্তানকে মায়া করেননা সে কিভাবে জনগনকে মায়া করবে। খালেদা জিয়া ঈদে মিলাদুন্নবী ও ইজতেমার সময় হরতাল অবরোধ দিয়ে ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দিয়েছেন। তিনি জনগনকে হত্যা করতে এবং কষ্ট দিতে ভাল বাসেন। তাই সকলে মিলে তার অপপ্রচেষ্টাকে রুখতে হবে। সাধারন সম্পাদক এমপি আব্দুল মজিদ খান বলেন, আন্দোলন করার অধিকার সবারই আছে। কিন্তু আন্দোলনের নামে মানুষ হত্য এবং জনগনকে কষ্ট দেয়া কোনভাবেই মেনে নেয়া যায়না। বিএনপি-জামাতের সকল অপ-প্রচেষ্ঠাকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। বর্তমান সরকার যখন দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিচ্ছিল তখন তাদের এই ধ্বংসাত্বক রাজনীতি দেশকে পিছিয়ে দিচ্ছে। মানববন্ধন কর্মসূচিতে আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠন আলাদা ব্যানার নিয়ে অংশ গ্রহণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.