,

আজমিরীগঞ্জে পুকুর থেকে ব্যবসায়ীর মৃত দেহ উদ্ধার

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা সদর বাজারের পুকুর থেকে গতকাল সোমবার নান্টু চন্দ্র দেব নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ী নান্টু চন্দ্র দেব কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রাজীবপুর গ্রামের গোপাল চন্দ্র দেবের পুত্র। স্থানীয়রা জানান, নান্টু চন্দ্র দেব দীর্ঘদিন ধরে আজমিরীগঞ্জ বাজারে হার্ডওয়্যার ও বিভিন্ন গাড়ির পার্সের ব্যবসা করে আসছেন। বাজারের ব্যবসায়ীরা সকাল ১০টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে তালাবদ্ধ দেখে দরজা ভেঙে ভেতরে তাকে পাননি। পরে ব্যবসা প্রতিষ্ঠানের পেছনের একটি পুকুরে তার লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী জানান, নিহতের শরীর লোহা দিয়ে কিছুটা পেঁচানো ছিল এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা না অন্যকিছু ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.