,

রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের সভায় আবু তাহিদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের এমডি আবুল কাশেমের বড় ভাই ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহিদ বলেছেন- বিশ্বজুড়ে মানবতার সেবায় রোটারী ক্লাব যে ভূমিকা রাখছে তা প্রশংসার দাবি রাখে। নবগঠিত রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণ করে সামাজিক দায়িত্ব পালন করেছে। তিনি এ ধরণের সেবামূলক কার্যক্রমে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান। গতকাল বুধবার রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের নিয়মিত সাপ্তাহিক সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এছাড়া সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব হবিগঞ্জ-এর সেক্রেটারি এ.এস.এম মহসিন চৌধুরী। রোটারী ক্লাব অব হবিগঞ্জ (২য় পৃষ্ঠায় দেখুন) সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান ত্রিলোক কান্তি চৌধুরী বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোটারিয়ান গফফার আহমেদ, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার রোটারিয়ান মোঃ তাজুল ইসলাম, রোটারিয়ান তকাম্মুল হোসেন কামাল, রোটারিয়ান তবারক আলী লস্কর, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান তজম্মুল চৌধুরী, রোটারিয়ান মোঃ শাহজাহান, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের সেক্রেটারি হারুনুর রশিদ চৌধুরী প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.