March 23, 2025, 4:39 am

অবৈধ বাঁশ ব্যবসায়ীদের দখলেনবীগঞ্জের ঐতিহ্যবাহী জে.কে হাইস্কুলের মাঠ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের একমাত্র খেলাড় মাঠটি এখন কতিপয় বাঁশ ব্যবসায়ীদের দখলে রয়েছে। ফলে খেলাধুলার চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে পৌর পরিষদ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ওই বাঁশ ব্যবসায়ীদের বিতারিত করে দিলেও অদৃশ্য কারনে পুণঃরায় তাদের বাঁশ গুলো মাঠে রেখে হাট বসিয়ে দেদারছে ব্যবসা করে আসছেন। বর্তমানে প্রায় পুরো মাঠটিই তাদের নিয়ন্ত্রনে রয়েছে।। এ ছাড়া আর ক’দিন পরই মহান একুশে ফেব্র“য়ারী আন্তর্জাকিত মাতৃ ভাষা ও শহীদ দিবস। উপজেলা প্রশাসন এ দিবসটি পালনে যথাযথ ব্যবস্থা সম্পন্ন করেছে। এরমধ্যে রয়েছে নবীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ব্যধিতে পুস্পমাল্য অর্পনসহ নানা অনুষ্টান মালা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এর পক্ষ থেকেও পুস্পমাল্য অর্পন করা হবে এ দিনটিতে। কিন্তু শহীদ মিনার সংলগ্নও রয়েছে বাঁশ ব্যবসায়ীদের দখলে। এদিকে খেলার মাঠটি বাঁশ দিয়ে দখলের ঘটনায় নবীগঞ্জে বিভিন্ন ক্রীড়া সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে। তারা অভিযোগ করেন নবীগঞ্জের উদিয়মান ফুটবল, ক্রিকেট খেলোয়াড়রা মাঠে বাঁশ রাখার কারনে তাদের নিয়মিত অনুশীলন করতে পারছে না। তারা আরও বলেন, খেলাধুলার জন্য ক্রিড়া সংগঠনের পক্ষ থেকে কয়েক লাখ টাকার মাটি ভরাট করে মাঠের প্রচুর সংস্কার করা হয়েছে। কিন্তু ওই ব্যবসায়ীদের কারনে মাঠটি ধ্বংস হতে চলেছে। দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন খেলোয়ার ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.