নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গতকাল শনিবার বিকালে বিশ্ব ভালবাসা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কবি সংসদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক নবীগঞ্জ পৌরসভা মিলনায়তনে প্রকাশিত ভালবাসার কথামালা ভাজপত্রের মোড়ক উন্মোচন, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্টিত হযেছে। কবি সংসদের সভাপতি কৃতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান। মোড়ক উন্মোচন করেন পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিবিয়ানা কলেজের সহকারী অধ্যাপক কবি কোকিল দাশ, কবি গোলাম কিবরীয়া, নবীগঞ্জ প্রেস কাব সভাপতি এটিএম সালাম, বিশিষ্ট কবি ও গীতিকার জাহাঙ্গীর আলম রানা, কবি আব্দুল ওয়াহিদ লাভলূ, কবি হাসান আলী, প্রেস কাবের সাবেক সাধারণ সম্পাদক কবি উত্তম কুমার পাল হিমেল, হিরামিয়া গার্লস স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মনর উদ্দিন। কবি সাহেল আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিন্টু রায়, হাবিবুর রহমান চৌধুরী শামীম, সঞ্জয় কুমার ধম, দীপক দাশ, এম এ কাশেম, রংধনুরাজ মিল্টন ও শেখ সাদেক ইমতিয়াজ প্রমূখ। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান স্বরচিত ৩টি কবিতা আবৃত্তি করেন। এছাড়া কবি সংসদের প্রবীন ও নবীন কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
Leave a Reply