প্রেস বিজ্ঞপ্তি ॥ রায়হান আহমেদ সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন, জাতীয় ‘দৈনিক বাংলাদেশ সময়’ প্রত্রিকায় চুনারুঘাট প্রতিনিধি হিসেবে। সাহিত্যের জগতে সাংবাদিক রায়হান আহমেদ ছোটবেলা থেকেই আছেন। দশম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় ‘রহস্য গল্প’ নামে তাঁর প্রথম গল্পের বই প্রকাশ হয়। তখনই সাহিত্যিক হিসেবে সবার নিকট আত্মপ্রকাশ করেন। কঠিন সাধনার ফলে এবারের একুশে বই মেলায় তাঁর গ্রামীণ উপন্যাস ‘মেঘের পর রোদ’ প্রকাশ হলো। পুস্তকটি মীরা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। ঢাকা বাংলা একাডেমী প্রাঙ্গনে একুশে বই মেলার তৃতীয় দিনে অর্থাৎ ফেব্র“য়ারির ৩ তারিখে উপন্যাসখানা’র মোড়ক উন্মোচন করা হয়। উপন্যাসে লেখক সামাজিক কুসংস্কার, সামাজিক বর্বরতা, অন্যায়-অবিচার, দু’টি মনের টান টান অনুভূতি ও সফলতা ফুঁটিয়ে তুলেছেন। এছাড়াও খোয়াই নদীকে কেন্দ্র(৩য় পৃষ্ঠায় দেখুন) করে উপন্যাসের পটভূমি রচিত। ‘মেঘের পর রোদ’ উপন্যাসটি পাওয়া যাবে সর্ব প্রকার লাইব্রেরীতে। দেশের বাইরেও পাওয়া যাবে পুস্তকটি। তিনি গল্প, উপন্যাস ছাড়াও কবিতা, গান লিখেন। পড়ালেখা করছেন, বৃন্দাবন সরকারি কলেজে। আগামী বই মেলায় তাঁর আরো তিনটি বই প্রকাশ হবে, আশা করা যাচ্ছে। সবশেষে তিনি পাঠকদের প্রতি আহ্বান জানান, তাঁর বইটি পাঠকরা সংগ্রহ ও অধ্যয়ন করার জন্য এবং দোয়া কামনা করেন।
Leave a Reply