,

সন্ত্রাস ও নাশকতা মূলক কর্মকান্ডের বিরুদ্ধে কাগাপাশা ইউনিয়নে জন প্রতিনিধিদের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশায় সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ, বোমাবাজি, পেট্রল নিক্ষেপসহ সকল নাশকতামুলক কর্মকান্ডের বিরুদ্ধে গণপ্রতিরোধ ঘড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল ১৫ ফেব্র“য়ারী রবিবার বিকাল ৩ টায় কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এলাকাবাসীর পক্ষে মোঃ কামরুল চৌধুরী আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাগাপাশা ইউ.পি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বানিয়াচং ফাজিল মাদ্রাসার অধ্যাপক এনামুল হক এর পরিচালনা বক্তৃতা করেন হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যাপক ইসু ভূষন দাস, কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাফিজুল ইসলাম, এমসি সভাপতি মনসুল আলম, মুক্তিযোদ্ধা জালাল চৌধুরী, প্রফেসর মহিবুর রহমান, সানোয়ার চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম তালুকদার, শাহ আঃ বারিক, দুদু মিয়া, সাবাজুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা সৈয়দ বদরুল ইসলাম, জুনাব আলী, রাজু মিয়া, সিরাজুল ইসলামস, অনিমা রানী, পারুল আক্তার, পারভীন আক্তার, জাহেদ মিয়া, আবুল কাশেম চৌধুরী, মাহবুব মিয়া, সাফিক মিয়া, ইসমাইল মিয়া, সামছুদ্দিন, রনজিত রায়, রাজকুমার দাস, আরশাদ আলী প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.