উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে গয়াহরি সৎসঙ্গ আশ্রমে ২ দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের ১২৭ তম জন্ম মহোৎসব গত শনিবার শেষ হয়েছে। উৎসব মালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, বিশ্ব শান্তি কামনায় নাম জপ, অধিবাসকৃত্য ও কর্মী সম্মেলন, পালকীর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টন। এসপিআর হিমাংশু রঞ্জন তালুকদারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সজল কুমার দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট সৎসঙ্গ বিহারের ইনচার্জ অধ্যাপক আশোতোষ দাশ তালুকদার। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ লুৎফর রহমান, নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, অর্নিবান চৌধুরী, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, মৃন্ময় কান্তি দাশ বিজন, সাধারন সম্পাদক রশময় শীল, অর্থ সম্পাদক মিহির লাল সরকার, প্রধান শিক্ষক সুবিনয় পুরকায়াস্থ, শিক্ষক হরেকৃষ্ণ দাশ, শিক্ষক রাখল চন্দ্র দাশ, তাপস বনিক, বিধু ভূষন গোপ, তনয় কান্তি ঘোষ, সুবিনয় দাশ, সুমন দাশ, বৌদ্ধ গোপ, দিপন দাশ, নয়ন গোপ, সুন্দন দাশ, নয়ন নমসুদ্র প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে এসপিআর অধ্যাপক আশোতোষ দাশ তালুকদার বলেন, ভাল ও সৎ চিন্তাধারা এবং ধর্মীয় অনুশাসনই পারে মানুষের জীবন পরিবর্তন করে দিতে। তাই সবাইকে ঠাকুর অনকুল চন্দ্রের সৎসঙ্গের আশ্রয়ে আশ্রিত হয়ে ধর্মীয় অনুশাসনে জীবনযাপন করলে সমাজে শান্তি আসবে।
Leave a Reply