March 22, 2025, 7:56 pm

মাধবপুরে সুরুজ শাহ্ (রঃ) এর ৫২তম ওরস সম্পন্ন

চুনারুঘাট প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মানিকপুর গ্যাস ফিল্ড এলাকায় শনিবার সুরুজ শাহ্ (রঃ) এর ৫২ তম বাৎসরিক ওরস সম্পন্ন হয়েছে। আশেকান, জাকেরানসহ হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে। এর মধ্যে বি-বাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের রমজান শাহ্ (রঃ) এর মাজারের খাদেম পীরে ত্বরিকত ছামারি শাহ্ এর কাফেলায় সারারাত ব্যাপী জিকির, আশকার, মিলাদ মাহফিল ও মারিফতি গান অনুষ্টিত হয়। ঐ কাফেলায় ১ হাজার মণ লাকড়ি দিয়ে আগুনের ব্যবস্থা করা হয়। ৬ মণ দুধ ও ২০ কেজি কিচমিচ দিয়ে তাবারুকের ব্যবস্থা করা হয়। ছামারি শাহ্ এর কাফেলায় শত শত কলার ছড়ির কলা, মণের মণ বিভিন্ন ধরনের ফল আশেকান, জাকেরানসহ হাজার হাজার ভক্তবৃন্দের মাঝে বিতরন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.