,

অধ্যাপক গোলাম আযম আর নেই

সময় ডেস্ক ॥ জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম মারা গেছেন। এদিকে তার মৃত্যুর খবরের পর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে টেলিভিশন স্ক্রলে তিনি লাইফ সার্পোটে আছে বলে জানানো  হয়েছে। এর আগে জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিএসএমএমইউর পরিচালক আবদুল মুজিদ ভুইয়া বলেন, গত বুধবার বিকেল থেকেই গোলাম আযমের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। তার রক্তচাপ কমে যাচ্ছে কিন্তু হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে। ওষুধের মাধ্যমে তার চিকিৎসার চেষ্টা চলছে। একই কথা জানিয়েছেন গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমীও। গতকাল বৃহস্পতিবার সকালে গোলাম আযমের রক্তচাপ কমে গেলে আইসিইউতে স্থানান্তর করা হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমকে ৯০ বছরের কারাদন্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ২ ডিসেম্বর এ রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হবে। এর আগেও (৯ অক্টোবর) অসুস্থ হয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে গোলাম আযমকে শেখ মুজিব মেডিকেলের প্রিজন সেল থেকে সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.