,

আজ হবিগঞ্জ কোর্টে মেয়র জি.কে গউছকে হাজির করা হবে..কারাগারে অসুস্থ ॥ পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি.কে গউছ কারাগারে অসুস্থ্য হয়ে পড়েছেন। প্রায় ২ মাস যাবত কারাগারে অন্তরীণ আলহাজ্ব জি.কে গউছ। বুকে ব্যথা, শাসকষ্ট, প্রেসার কন্ট্রোলে না থাকাসহ নানাবিদ রোগে আক্রান্ত হয়েছেন তিনি। কারাগারের অভ্যন্তরে পর্যাপ্ত চিকিৎসা সেবাও পাচ্ছেন না। এ অবস্থায় হঠাৎ করেই তাকে হবিগঞ্জ কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়। অথচ মামলার কার্যক্রম চলছে হবিগঞ্জের আদালতে। আর মামলার বিচার কাজ হবে সিলেটের আদালতে। মেয়র জি.কে গউছ ও তার পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই জি.কে গাফফার গতকাল মঙ্গলবার হবিগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেছেন- বিপুল ভোটে বারবার নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব জি.কে গউছ মিথ্যা মামলায় কারাগারে অসুস্থ্য হয়ে পড়ায় তার জীবন নিয়ে আমরা উদ্বিগ্ন। যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। এদিকে বন আইনে দায়ের করা একটি মামলায় কোর্টে হাজির করতে মেয়র জি.কে গউছকে গতকাল মৌলভীবাজার কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়েছে। আজ বুধবার আলহাজ্ব জি.কে গউছকে হবিগঞ্জের আদালতে হাজির করার কথা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.