March 25, 2025, 11:19 am

বোরকার আড়ালে যাতায়াত করছে প্রবাসীর স্ত্রীরা শহরের আবাসিক হোটেল গুলোতে ফের শুরু হয়েছে দেহ ব্যবসা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আবাসিক হোটেলে দেহ ব্যবসা জমে উঠেছে। আর এ ধান্ধায় খদ্দেরদের মাধ্যমে নামছে প্রবাসির স্ত্রীসহ বিপথগামী যুবতীরা। যদিও আবাসিক হোটেল গুলো থেকে পুলিশ খদ্দেরসহ যুবতীদেরকে আটক করে। কিন্তু কিছুদিন বন্ধ থাকার পর আইনের ফাকঁ দিয়ে বেরিয়ে এসে ফের এসব ধান্ধায় জড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, অসাধু পুলিশ সদস্যদের ম্যানেজ করে আবাসিক হোটেলগুলোর ম্যানেজার দিনের বেলা মোটা অংকের টাকার বিনিময়ে এসব ব্যবসা করতে সুযোগ করে দিচ্ছে। অনুসন্ধানে জানা যায়, ঘন্টা অনুসারে প্রতি রোম ভাড়া ৫শ টাকা, আবার কোন কোন হোটেল ১ হাজার টাকাও নিয়ে থাকে। শহরের সিনেমা হল, পুরান পৌরসভা, চৌধুরীবাজার, ডাকঘর এলাকাসহ বিভিন্ন হোটেলে দিনের বেলা এসব ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। একটি সূত্র জানায়, প্রবাসির স্ত্রীসহ কলেজগামী যুবতীরা লোকজনের দৃষ্টি এড়াতে বোরকা পড়ে হোটেলে যাতায়াত করে থাকে। এ বিষয়ে সদর ওসি মোঃ নাজিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেলে এসব হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.