,

শ্রীমঙ্গলে কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ॥

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজার ও হবিগঞ্জের সীমান্ত এলাকা থেকে ৬ মাসে আটক প্রায় কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিজিবি হেডকোয়ার্টার মাঠে গতকাল বুধবার দুপুরে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে- ৫২ লাখ টাকা মূল্যের দুই হাজার ৫৬২ বোতল ভারতীয় মদ, ৩১৪ কেজি গাঁজা, ২৭ লিটার দেশীয় মদ, ৩৬০ বোতল ফেন্সিডিল ও ১৭ বোতল বিয়ার। একই সময়ে মৌলভীবাজার জেলার আটক আরও ৪৮ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি সরাইল রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ লতিফুল হায়দার আটক কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসের বিষয়টি জানান। এ সময় উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মোঃ তারিকুল ইসলাম খান, লে. কর্নেল সাজ্জাদ হোসেন, লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ। এছাড়াও বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা, কাস্টমস বিভাগের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.