March 23, 2025, 1:46 pm

নবীগঞ্জে শ্রী শ্রী শিব চতুর্দশী উৎসব ৮ম বার্ষিকী উদযাপিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামস্থ মন্দিরে শ্রী শ্রী শিব চতুর্দশী উৎসব উপলক্ষে গত ১৭ই ফেরুয়ারী মঙ্গলবার দিন ব্যাপী শিব পুজা, গীতা পাঠ ও নাম যজ্ঞ অনুষ্টান অনুষ্টিত হয়। হবিগঞ্জ-সিলট সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অর্থায়নে উক্ত অনুষ্টানে পৌরাহিত্ত করেন মতিলাল ভট্রাচার্য্য ও শুভাষ চন্দ্র ভট্রাচার্য্য। নাম যজ্ঞ পরিচালনা করেন পংকজ কুমার ভট্রাচার্য্য। শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেশ রজ্ঞন ধর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপ্তেন্দু দাশ গুপ্ত’র পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাউসা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড. মাসুম আহমদ জাবেদ, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, বিশিষ্ট সমাজ সেবক অবনী মোহন দাশ ও সাবেক ইউপি মেম্বার হারুন মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দীপকেন্দু দাশ গুপ্ত, বিপুল রঞ্জন ধর, রাখাল চন্দ্র দাশ, প্রবির চন্দ্র ভট্রাচার্য্য, সুশীতল রায়, দ্বীজেন্দ্র রায় মহাদেব, কৌশিক বিশ্বাস, গৌরাঙ্গ দাশ, পিন্টু দত্ত, নান্টু দত্ত, অমুল্য দাশ, সুধীর দাশ, বিধান রঞ্জন ধর, রানা দেব, সুভাষিশ ধর, পূণ্যব্রত ধর, কাজল ঘোষ, হিমাংশু রায়, দীনবন্দু রায় ও বিভু আচার্য্য প্রমূখ। অনুষ্টানের প্রধান অতিথি তার বক্তৃতায় উক্ত মন্দিরের অসমাপ্ত সীমানা প্রাচীর সম্পন্ন করার প্রতিশ্র“তি দেন। স্থানীয় চেয়ারম্যান অনুষ্টানের বিশেষ অতিথি চলতি অর্থ বছরের মধ্যে মন্দিরের মাঠে মাটি ভরাটের আশ্বাস দেন। অনুষ্টানে মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাধ্যজনিত কারনে সভাপতির পদ থেকে অব্যাহতি নেয়ার ঘোষনা দিলে কমিটির সাধারণ সম্পাদকসহ সদস্যরা তাকে আজীবন কমিটির সভাপতির দায়িত্ব পালনের অনুরোধ জানান। এ ছাড়া বিশেষ অতিথি অবনী মোহন দাশ ৭৫ হাজার টাকা ব্যয়ে মন্দিরে রং দিয়ে সৌন্দর্য বর্ধিত করায় কমিটির পক্ষ থেকে তাকে কৃতজ্ঞা প্রকাশ করা হয়েছে। অনুষ্টানের শুরুতেই কমিটির সভাপতি ধীরেশ রঞ্জন ধর অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.