নবীগঞ্জ প্রতিনিধি ॥ জানাযায় গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় নবীগঞ্জ দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে মহিলা সহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন মৃত সুরুজ আলির ছেলে আফরোজ আলি (৫৭),সেজলু মিয়ার স্ত্রী শেফা বেগম (২৮),এবং আফরোজ আলীর ছেলে আলী আকবর (১৭)। এলাকাবাসী সৃত্রে জানাযায় একই গ্রামের আওয়াল মিয়ার সাথে মামলা নিয়ে বিরোধ চলে আসছিল এরই প্রেক্ষিতে গতাকাল আওয়াল মিয়া ,কামাল মিয়া ,মনর মিয়া,ইব্রাহিম মিয়া,আজাদ মিয়া তাদের উপর হামলা চালায় এতে উল্লেখিত রা আহত হন । আহত অবস্থায় এলাকাবাসি তাদের উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে র্ভতি করা হয়েছে।
Leave a Reply