,

নবীগঞ্জের আলহাজ্ব গোলাম রব্বানী চৌধুরী গুরুতর অসুস্থ

নিজস্ব প্রতিনিধি ॥ আলহাজ গোলাম রব্বানী চৌধুরী (৬৫)। হবিগঞ্জ নবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবীগঞ্জ বাজারস্থ খালিক মঞ্জিল এর স্বত্ত্বাধিকারী। ৭০ সালে হবিগঞ্জ বৃন্দাবন কলেজ ছাত্র সংসদ এর ক্রীড়া সম্পাদক তুখোড় ছাত্র নেতা গোলাম রব্বানী চৌধুরী পূর্ব পাকিস্থান ছাত্র ইউনিয়ন বৃন্দাবন কলেজ ছাত্রাবাস শাখার সভাপতি ছিলেন। দু’মেয়াদে নবীগঞ্জ জেকে হাই স্কুলের এসএমসি সভাপতি, বিদ্যুৎসাহী রব্বানী চৌধুরী দানবীর হিসাবে সর্বমহলে সুখ্যাতি রয়েছে। গতকাল কলেজ সহপাঠি হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি, বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন গুরুতর অসুস্থতার খবরে রব্বানী চৌধুরীকে দেখতে আসেন নবীগঞ্জে। শতকটুরীর “খালিক মঞ্জিল” এর প্রধান ফটকে চেয়ারম্যান মমিনকে স্বাগত জানান রব্বানীর স্ত্রী কাজী রুনজা বেগম, মেয়ে সিলেট মহিলা হাসপাতালের গাইনি সার্জন ডা: হাছিনা ইয়াছমিন বিউটি, ছেলে বৃটেনে সু-প্রতিষ্ঠিত ব্যবসায়ী গোলাম জিলানী চৌধুরী রাসেল, মধ্যম ছেলে ছাত্রলীগ নেতা গোলাম রসুল চৌধুরী রাহেল ও কিবরিয়া চৌধুরী সাহেল। চিকিৎসার্থে হার্ডের অপারেশনের ৬মাস পর থেকে বাসায় একটি সুপরিসর রুমে সজ্জাসায়ী। রব্বানীর শ্রবণ শক্তি কম হলেও স্মৃতি শক্তি প্রখর। চেয়ারম্যান মমিনের গলার আওয়াজে অলৌকিক ভাবে কারও সহযোগিতা ছাড়াই উঠে গলায় জড়িয়ে হাউমাউ করতে থাকে। অতীতের স্মৃতিচারন করে অনর্গল কথা বলতে বলতে দেশবাসী ও বন্ধু বান্ধবদের দোয়া চেয়েছেন। বলতে থাকেন স্বার্থপর সমাজে নিজের চাহিদা ফুরিয়ে যাওয়ায় কেউ খোঁজ খবর রাখে না। তবে ছেলে রাহেল চৌধুরীর শশুড় হুইপ সাহাব উদ্দিন (বিয়াই) প্রায়ই দেখতে আসেন বলে মানুষিক তৃপ্তি প্রকাশ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.