March 23, 2025, 4:08 am

হবিগঞ্জে হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দলের গণমিছিল…সন্ত্রাস বিরোধী কমিঠি গঠন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপি-জামাত জোট কতৃক সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও ও পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা এবং অব্যাহত হরতাল-অবরোধের প্রতিবাদে হবিগঞ্জে গণ-মিছিলের আয়োজন করে ১৪ দল। গতকাল বিকেলে স্থানীয় বার লাইব্রেরী প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌধুরী বাজার পয়েন্টে পথ সভা অনুষ্ঠিত হয়। অন্যান্য সময় শুধু আওয়ামীলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলের আয়োজন হলেও গতকাল জাসদ, ওয়ার্কাস পার্ট, ন্যাপসহ ১৪ দলীয় জোটের বিভিন্ন দলেল নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। বক্তব্য প্রদানকালেও রাজপথে তারা বিএপি-জামাতের সকল অপচেষ্টার বিরোদ্ধে প্রতিরোধ গড়ার অঙ্গীকার ব্যাক্ত করেন। জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, সহ-সভাপতি আলমগীর চৌধুরী, জেলা জাসদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তাজ উদ্দিন সুফি, ওয়ার্কাস পার্টির সভাপতি জালাল উদ্দিন ও ন্যাপের সহ-সভাপতি অধ্যক্ষ রফিক আলী। সমাবেশে এমপি অ্যাডভোকেট আবু জাহির সন্ত্রাস প্রতিরোধের জন্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপিকে আহবায়ক, জেলা জাসদের সভাপতি মোহাম্মদ ফিরোজ ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরীকে যুগ্ম-আহবায়ক করে ১৪ দলীয় জোটের সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করে দেন। অপরদিকে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরব আলীকে আহবায়ক ও পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটোকে যুগ্ম-আহবায়ক করে জেলা আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা হয়। উভয় কমিটিকে জেলা ও উপজেলা পর্যায়ে কমিঠি গঠন করার নির্দেশ দেন। গতকালের গণমিছিলে অন্যান্যেও মাঝে অংশ নেন, আওয়ামীলীগের জাতীয় নির্বাহী পরিষদের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সামছুল হক, শরীফ উল্লাহ, আবুল ফজল, মুকুল আচার্যী, জাসদের সভাপতি মোহাম্মদ ফিরোজ, ন্যাপ এর সাধারণ সম্পাদক চৌধুরী ফরহাদ আহমদ, সহ-সভাপতি গোকূল চন্দ্র দাস, অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট রঞ্জিৎ দাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমেদ, অ্যাডভোকেট লুৎফুর রহমান, মর্তুজা হাসান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামীম, মরতুজ আলী, ন্যাপের সাংগঠনিক সম্পাদক প্রীতি কুসুম, কোষাধ্যক্ষ অনুকুল চন্দ্র দাস, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আবুল মনসুর, সেলিম চৌধুরী, অ্যাডভোকেট আফিল উদ্দিন, অনুপ কুমার দেব মনা, আলমগীর খান, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, অ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিকী, অ্যাডভোকেট সুমঙ্গল দাস, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট আফজল আলী দুদু, অ্যাডভোকেট আব্দুল মুনতাকিম চৌধুরী খোকন, শঙ্খ শুভ্র রায়, অ্যাডভোকেট কনক জ্যোতি সেন রাজু, নজমুল হাসান, জাসদ নেতা আবু হেনা মোস্তফা কামাল, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান চৌধুরী, শ্রমিক লীগ নেতা মহিবুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, প্রজন্মলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, তরুণ লীগের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ, পৌর যুবলীগের সভাপতি সফিকুজ্জামান হিরাজ ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.