,

শায়েস্তানগরে গৃহকর্তার বাসায় চুরি মালামাল ও কন্যাসহ ৩ চোর আটক

সজিব ইসলাম ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার এক বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা পয়সা চুরির অভিযোগে গৃহ পরিচারিকাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরির আংশিক মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় শহরের কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হল, নরসিংদী জেলার রায়পুর উপজেলার জাহাঙ্গীর নগর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র সালা উদ্দিন (৪০), সালা উদ্দিনের কন্যা সোনিয়া (১৪) ও একই গ্রামের আব্দুল কাদিরের কন্যা তাসলিমা (১৫)। পুলিশ জানায়, শায়েস্তানগর এলাকার রফিক মিয়ার বাসায় কাজের বুয়া হিসেবে সোনিয়া কাজ করছিল। গতকাল সকালে রফিক মিয়ার স্ত্রী চাবি রেখে বাথরুমে গেলে সোনিয়া আলমিরা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল নিয়ে যায়। বিষয়টি সদর থানাকে অবগত করা হলে এস.আই কৃষ্ণ মোহন কৌশল অবলম্বন করে তাদেরকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে একটি আংটি ও ১টি কানের দুল উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির কথা স্বীকার করে। এস.আই মোহন জানান, তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাস করলে চোরাইকৃত মালামাল উদ্ধার করা সম্ভব হবে। এব্যাারে গৃহকর্তা বাদি হয়ে মামলা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.