,

আগামীকাল বানিয়াচং সাহিত্য পরিষদের ‘গুণীজন সংবর্ধনা’ ॥

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বানিয়াচং সাহিত্য পরিষদ আয়োজন করছে এক ‘গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানের। আগামীকাল রবিবার বিকেল ৩টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হবে। বিভিন্ন প্রর্যায়ে অবদান স্বরূপ সংবর্ধিত ব্যক্তিরা হচ্ছেন হবিগঞ্জের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের দুই অগ্রগণ্য ব্যক্তিত্ব ইংল্যান্ডের ‘জাস্টিস অব পিস’, প্রবাসী কবি ও কথাসাহিত্যিক আয়েশা আহমেদ এবং লেখক ও গবেষক প্রফেসর জাহান আরা খাতুন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাসছুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (উত্তর) মোঃ সাজেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) বি এম মশিউর রহমান, জনাব আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন মাস্টার, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী। বানিয়াচং সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ স্বপন কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানের মূখ্য আলোচকের ভূমিকায় থাকবেন একই সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু মোতালেব খান লেবু।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.